যশোরে ৬ হাজার পিচ ভারতীয় চশমাসহ চোরাকারবারি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ যশোরের চৌগাছা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে  ভারতীয় ৬ হাজার পিচ চশমা জব্দ সহ এক চোরাকারবারি গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ডিবি যশোরের এসআই সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল গণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম ভোর সাড়ে ৪ টার দিকে যশোর জেলার চৌগাছা থানাধীন মাদ্রাসা রোডস্থ নুর আলী মৃধা মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৬ হাজার ভারতীয় চোরাই চশমা সহ জসিম নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করে। আটককৃত আসামী জসিম উদ্দিন @ ঝাল জসিম (৩৫) সে যশোরের চৌগাছা থানাধীন চৌগাছা পশ্চিমপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে। জব্দকৃত ভারতীয় চশমার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।

এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ