বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন নোয়াপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৬ কেজি গাঁজা ও সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগঞ্জ এলাকা হতে ৯৪ বোতল ফেন্সিডিল’সহ মোট ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব – ১১, সিপিসি-২।
র্যাব জানাই, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৮ সেপ্টেম্বর তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নোয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৭৬ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার উত্তর সূর্যনগর গ্রামের মোঃ শহীদ মিয়ার ছেলে মোঃ মাসুদ মিয়া (৩২)।
অপর দিকে আরও একটি অভিযান চালিয়ে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯৪ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর গ্রামের মোঃ সোহেল মিয়া এর ছেলে টিপু সুলতান (২৫) এবং নারায়নগঞ্জ জেলার সদর থানার পাইপ পাড়া গ্রামের মোঃ আশরাফ আলী এর ছেলে মোঃ রাব্বি (২৯) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব অভিযান অব্যাহত থাকবে।