যশোরে পৃথক দুটি অভিযানে নিষিদ্ধ ফেনসিডিল ও গাঁজাসহ আটক-৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

এস এম মারুফঃ যশোরের চৌগাছা থানা এলাকায় পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ০৫ কেজি গাঁজা ও ২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টা ৪০মিনিটে ডিবি যশোরের এসআই কাজী আব্দুল মান্নান, এসআই মোঃ সোলায়মান আক্কাস, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল ও সংগীয় ফোর্সের একটি চৌকস টিম যশোর জেলার চৌগাছা থানাধীন গয়ড়া সাকিনস্থ জনৈক রফিকুল ইসলামের বসতঘরের পিছনে জনৈক এরশাদের পারিবারিক কবরস্থান হইতে অজ্ঞাতনামা পলাতক আসামীর ফেলে যাওয়া ৫ কেজি গাঁজা উদ্ধার করে।

এ সংক্রান্তে এসআই কাজী আব্দুল মান্নান বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।

অপর দিকে ডিবি পুলিশের এসআই মোঃ আরিফুল ইসলাম, সঙ্গীয় এসআই রাজেশ কুমার দাস, এএসআই নির্মল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের আরও একটি চৌকস টিম যশোর রাত সাড়ে ৯টার দিকে চৌগাছা থানাধীন ১১ নং সুখপুকুরিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামস্থ রাজাপুর বাজারে জনৈক শরিফুল ইসলাম এর দর্জি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী  মোঃ সোহেল রানা (২৫), পিতা- মৃত সামাউল, মোঃ আঃ সালাম (৪৫), মোঃ কবির (৫০) উভয় পিতা- মৃত আইজেল মন্ডল সর্ব সাং- রাজাপুর বাজারপাড়া, থানা- চৌগাছা, জেলা- যশোরদেরকে ২০ (বিশ) বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন।

এ সংক্রান্তে এসআই মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ