প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৯:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ
বেনাপোলে পিস্তল সহ ৯৩ রাউন্ড গুলি জব্দ, আটক ভারতীয় দুই নাগরিক

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল আইসিপিতে আমদানি রপ্তানী গেইটে ভারত হতে আমদানিকৃত কাঁচা মরিচ বোঝাই ট্রাক তল্লাশী করে ২জন ভারতীয় নাগরিকসহ ১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সস্যরা।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল কর্তৃক একটি বিশেষ চোরচালান বিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মেইন পিলার ১৮/৩-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমদানি রপ্তানী মেইন গেইটে ভারত হতে আমদানিকৃত কাঁচা মরিচ বোঝাই ট্রাক (যার নম্বর- CG04PU5288) তল্লাশীকালীন ০২জন ভারতীয় নাগরিকসহ ০১ টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি জব্দ করা করা হয়।
আটককৃত অস্ত্রধারী আসামীরা হলো- ট্রাক চালক ভারতের মধ্যপ্রদেশ বিতুল সদর থানাধীন চন্দ্র শিকড় গ্রামের জাস পাল সালুজা'র ছেলে গুরজীত সালুজা (৩১) ও হেলপার একই গ্রামের মালকিয়া নাওয়াদি'র ছেলে রাম দাস নাওয়াদি (২৪)।
আটককৃত পিস্তল ও গুলির আনুমানিক মূল্য ১, ০৩,৭২০/- (এক লক্ষ তিন হাজার সাতশত বিশ) টাকা।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে পিস্তল ও গুলিসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘ দিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।
Copyright © 2025 samajerchoke.com. All rights reserved.