প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১২:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ১২:১২ অপরাহ্ণ
দীর্ঘদিন অসুস্থ হয়ে চির বিদায় নিয়ে চলে গেলেন,পুটখালী বিএনপির নেতা মিজান মড়ল

বিশেষ প্রতিনিধি: দীর্ঘদিন অসুস্থ হয়ে,পৃথিবীর মায়া ত্যাগ করে' না' ফেরার দেশে চলে গেলেন,শার্শার ৫নং পুটখালী ইউনিয়ন বিএনপির প্রাক্তন নেতা মিজানুর রহমান মড়ল।
মঙ্গলবার (২সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার সময় শারীরিক অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল(৭০) বছর। তিনি স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান সহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
পরদিন বুধবার সকাল ১০ টার সময় ২নং ওয়ার্ড পুটখালী গ্রামের নিজ বাড়িতে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুম এর মরাদেহ দাফন করা হয়েছে।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দরা মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উক্ত জানাযা নামাজে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম, ৫ নং পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান, পুটখালী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, বিএনপির নেতা অলিয়ার রহমান, বিএনপির নেতা কবিরুল, কন্যাদহ ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, বিএনপির নেতা মিন্টু বিশ্বাস, বিএনপির কর্মী আশানুর রহমানসহ বিএনপির একাধিক কর্মী প্রমুখ।
Copyright © 2025 samajerchoke.com. All rights reserved.