প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১০:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ
বেনাপোলে ইয়াবা জব্দ, মাদক কারবারিসহ গ্রেফতার-৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ২৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী ও নিয়মিত মামলার আরও ২ জন আসামী গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে গোপন খবরে জানতে পেয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া এর দিক নির্দেশনায় এএসআই (নিঃ) এসএম আইয়ুব আলী সংগীয় অফিসার সহ পোর্ট থানাধীন বড় আচঁড়া গ্রামস্থ জনৈক রুহুল আমিন এর অটো রাইচ মিলের পার্শ্ববর্তী পাকা গলি রাস্তার উপর পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে ধৃত আসামী মোঃ হাবিবুর রহমান (২৮) এর পরিহিত জিন্টস প্যান্টের ডান পকেটের মধ্যে হতে ২৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত মাদকের মূল্য ৬,৯০০ টাকা।
উক্ত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অপর দিকে বেনাপোল পোর্ট থানাধীন উত্তর কাগজ পকুর দ্বীন মোহাম্মদ এর স্ত্রী টিকটকার মোছাঃ সুরভী খাতুন (২১)কে তার জা এবং জা এর মেয়ে মারধর করে জখম করার ঘটনায় তাদেরকে গ্রেফতার করা হয়।
মাদক মামলার আসামীর নাম ও ঠিকানাঃ-
১. নামঃ- মোঃ হাবিবুর রহমান (২৮),
পিতা-মোঃ আজিজুর রহমান,
সাং-বড় আচঁড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর
নিয়মিত মামলার আসামীদের নাম ও ঠিকানাঃ-
১। নাম- মারিয়া (১৯),
স্বামীঃ শাহিন,
পিতা-মোঃ বাবলুর রহমান,
সাং-শিকড়ী,
থানা-বেনাপোল পোর্ট,
জেলা-যশোর,
২। ইসমতারা (৩৬),
স্বামীঃ মোঃ বাবলুর রহমান,
সাং-উত্তর কাগজপুকুর,
থানা-বেনাপোল পোর্ট,
জেলা-যশোর
গ্রেফতারকৃত আসামীদের ইং ২৬/০৮/২০২৫ তারিখ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Copyright © 2026 samajerchoke.com. All rights reserved.