প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৮, ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ণ
বেনাপোলে পুলিশের অভিযানে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি চৌকস টিম।
আটককৃত আসামি- বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে মোঃ আলামিন শেখ (২৬), রহমতপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪৩) ও ভবের বেড় গ্রামের মৃত শাহজান হাওলাদারের ছেলে মোঃ রুবেল হোসেন (২৮)।
থানা পুলিশ জানায়, রোববার (১৭ আগস্ট) দুপুর একটার দিকে বেনাপোল চেকপোস্ট মহাসড়কের পাশে অবস্থিত ইউনুস সুপার মার্কের্টের জনৈক ডালিমের দোকানের সামনে হইতে ভারতীয় নাগরিক সাবানা মন্ডল (৩৮) এর সহিত আসামীদের নিজেদের তৈরিকৃত বহিঃগমন কাডের মাধ্যমে প্রাতারণর সময় গোপন সংবাদের ভিওিতে জানতে পেয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাসেল মিয়া'র দিক নির্দেশনায় এসআই রাশেদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উক্তস্থানে অভিযান চালিয়ে হাতেনাতে ০৩ (তিন) জন প্রতারককে গ্রেফতার করে। এসময় আসামীদের নিকট হতে তাদের তৈরিকৃত বহিঃগমন কাড, নগদ টাকা ও মোবাইল উদ্বার করা হয়।
উদ্বারকৃত মালামালের বর্ণনা ঃ
১। ২০ (বিশ) পাতা A4 কাগজে বহিগর্মন কার্ড/Departure card যাহাতে প্রত্যেক পাতায় ০৪ টি করে বহিগর্মন/ Departure card,
২। ভিকটিম ভারতীয় নাগরিক সাবানা মন্ডল এর নিকট হইতে প্রতারনামূলকভাবে নেওয়া ০৫ টি ১০০/- টাকার নোট,
৩। ৭০ (সত্তর) পাতা বহিগর্মন/ Departure card,
৪। ১৩০ (একশত ত্রিশ) পাতা পুরন করা বহিগর্মন/ Departure card,
৫। ১ টি VIVO Smart মোবাইল ফোন ও ০১ টি SAMSANG Smart মোবাইল ফোন।
উক্ত আসামীদের বিরুদ্ধে সরকারী কর্মচারী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে অপরের রূপ ধারনপূর্বক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারনার অপরাধে বেনাপোল পোট থানার এসআই/ রাশেদুজ্জামান বাদী হয়ে এজাহার দায়ের করিলে আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানায়।
Copyright © 2026 samajerchoke.com. All rights reserved.