প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৯, ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ণ
বেনাপোল সীমান্তে পিস্তল-গুলি ও ম্যাগাজিন সহ আক্তারুল গ্রেফতার

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ পুটখালী বিওপির সদস্যরা শুক্রবার রাত ৯ টার সময় পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি সহ আক্তারুল ইসলাম নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটককৃত আসামি মোঃ আক্তারুল ইসলাম (৪০) সে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে।
বিজিবি জানান, পুটখালী বিওপির একটি টহলদল সীমান্তের মেইন পিলার ১৭/০৭ এস এর ১৬২ আর পিলার হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তর পাড়া নামক স্থান ১টি ইতালি তৈরি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি সহ আক্তারুল ইসলামকে আটক করা হয়।
বিজিবি আরও জানায়, আটককৃত আসামিকে অস্ত্র ও গুলি সহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Copyright © 2026 samajerchoke.com. All rights reserved.