এম এম জামান, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে, বোয়ালমারী যাকাত ফাউন্ডেশন এর উদ্যোগে, যাকাত ফাউন্ডেশনের তরফ থেকে, তিন জনকে নগদ আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) বাদ জুম্মা বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে এ সাহয্য প্রদান করা হয়।
অধ্যাপক মুনিরুল ইসলাম এর সভাপতিত্বে ১। আঠার হাজার, ২। পনের হাজার ও ৩। দশ হাজার টাকা করে মোট, তেতাল্লিশ হাজার টাকা তিনজনকে প্রদান করা হয়।।
এ-সময় উপস্থিত ছিলেন, বোয়ালমারী কেন্দ্রীয় জামেমসজিদ এর ইমাম ও খতিব ও অত্র সংগঠনের কোষাদক্ষ, মাওলানা হুসাইন আহমেদ,
বোয়ালমারী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও অত্র সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস ছালাম বাবু, কেন্দ্রীয় মসজিদের মোতাউল্লিহ্ খান শহীুদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য,মো, শহীদউদ্দিন দীপু, হাজী মিরাজ হোসেন,ডা. মো আশরাফ খান প্রমুখ।
বোয়ালমারী যাকাত ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মুনিরুল ইসলাম জানান, আমরা প্রতিবছরের মতো এইবছর ও বোয়ালমারী যাকাত ফাউন্ডেশন এর তরফ থেকে আর্থিক সাহায্য হিসেবে তিন জনকে, তেতাল্লিশ হাজার টাকা প্রদান করা হয়েছে। আমরা অসহায় মানুষের মধ্যে এ সহযোগিতা অব্যাহত রয়েছে।