প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৫, ৯:৪৮ অপরাহ্ণ
বেনাপোলে ভ্রমন কর জালিয়াতিতে সেই শামিম আবারো আটক, জালিয়াতির সরঞ্জাম জব্দ

নিউজ ডেক্সঃ বেনাপোল চেকপোস্টে বিদেশ ভ্রমণ করের জাল রশিদসহ সরকারের লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া চক্রের মূল হোতা শামীমকে আবারো গ্রেফতার করেছে বন্দর নিরাপত্তা কর্মীরা। দীর্ঘ দিন ধরে বিদেশ ভ্রমণ কর জাল করে রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল এ চক্রটি। আটক শামীমের বিরুদ্ধে ৩টি ট্যাক্স জালিয়াতির মামলা রয়েছে।
সোমবার (১০ মার্চ) দুপুরে স্থানীয় প্যাসেঞ্জার টার্মিনাল থেকে শামিমকে গ্রেফতার করে বন্দর কর্তৃপক্ষ। পরে ট্যাক্স জালিয়াতির কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, জাল ভ্রমণ কর রশিদ উদ্ধার হয় তার মালিকাধীন প্রতিষ্ঠান বেনাপোল ট্রাভেল পয়েন্ট থেকে।
আটক শামীম বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের আব্দুল মোমিনের ছেলে।
বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন জানান, জাল ভ্রমণ ট্যাক্স ফাঁকির সঙ্গে আরও কয়েকজন জড়িত। ভুয়া ট্যাক্সসহ যাত্রীদের সঙ্গে নিয়ে পারাপারের সময় বন্দরের নিরাপত্তাকর্মী তাকে আটক করে। এরা দীর্ঘদিন ধরে ভারতগামী পাসপোর্ট যাত্রীদের সিরিয়াল ছাড়া পুলিশ ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ দ্রুত করে দেয়ার টোপ দিয়ে ভ্রমণ ট্যাক্সের টাকা হাতিয়ে নেয় যাত্রীদের কাছ থেকে। আটক শামীমের বিরুদ্ধে ৩টি ট্যাক্স জালিয়াতির মামলা রয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ট্যাক্স জালিয়াতি কাজে ব্যবহৃত সরঞ্জাম।
আটক শামীমকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাসেল মিয়া জানান, ভুক্তভোগী দুই পাসপোর্টধারীর অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা ও জাল ট্যাক্স সরবরাহের সরঞ্জম জব্দ করা হয়েছে। শামীমের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে। আগের মামলায় তিনি জামিনে ছিল।
Copyright © 2025 samajerchoke.com. All rights reserved.