এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বাঘারপাড়া থানাধীন বুধপুর গ্রামে পারিবারিক কলহের জেরে নিজ ছেলে কর্তৃক পিতা হত্যার ঘটনায় ঘাতক ছেলে গ্ৰেফতার করেছে পুলিশ।
আটককৃত ঘাতক ছেলে মোঃ তারেক (২৭), পিতা- মোঃ ইকলাস, সাং - বুধপুর, থানা- বাঘারপাড়া, জেলা- যশোর।
পুলিশ জানায় সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা অনুমান ১৮.০০ ঘটিকায় বাঘারপাড়া থানাধীন বুধপুর গ্ৰামে ভিকটিম ইকলাস(৫০), তার নিজ বাড়িতে অবস্থানকালে ছেলে তারেক (২৭) এর সাথে পারিবারিক কলহ শুরু হয় এবং একপর্যায়ে বিবাদী উত্তেজিত হয়ে পাশে থাকা কাঠের লম্বা লাঠি দ্বারা ভিকটিমের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি বাঘারপাড়া থানা পুলিশকে অবহিত করলে থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই(নিঃ)/ পলাশ, এসআই (নিঃ)/ সঞ্জিত সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের একটি চৌকস টিম যৌথ অভিযানে নামে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে অদ্য রাত ০৩.০০ ঘটিকায় রুপদিয়া চাউলিয়ার মোড় হতে আসামি তারেক(২৭) কে গ্ৰেফতার করে এবং হত্যাকাজে ব্যবহৃত কাঠের লাঠি উদ্ধার করে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।
উদ্ধারকৃত আলামতঃ
১। হত্যাকাজে ব্যবহৃত কাঠের লাঠি।