প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ৩:০৬ অপরাহ্ণ
বেনাপোলে ৫ কেজি গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার
এস এম মারুফ, নিউজ ডেক্সঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ আবু বক্কর নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামি- আবু বক্কর (৪৭) সে বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রামের মৃত চান্দালী কাজীর ছেলে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল মিয়া'র নির্দেশে একদল চৌকস পুলিশ দল পোর্ট থানাধীন বোয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামস্থ ধৃত আসামি আবু বক্করের বসতবাড়ির সামনে অভিযান পরিচালনাকালে তাকে ৫ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া মাদকসহ মাদক কারবারি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
দেশের নানা শ্রেণী পেশার মানুষকে নেশা মুক্ত রাখতে সাধারণ মানুষকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান করেন তিনি।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.