এম এম জামান, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখার জিয়া প্রজন্ম দলের কমিটি গঠন করা হয়েছে।
(সোমবার) ১৬ ডিসেম্বর ২০২৪ বিকেলে, আলফাডাঙ্গা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে শ্রমিক ইউনিয়নের সভাপতি বিএনপি নেতা মো. ইয়াদ আলীর সভাপতিত্বে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখা জিয়া প্রজন্ম দলের কমিটি ঘোষণা করা হয়েছে।
জিয়া প্রজন্ম দলের আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. ইকরাম হোসেন, সহ-সভাপতি কাজী লিটন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক জামাল মোল্লা ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন তোফা সহ ২৭ সদস্য বিশিষ্ট একটি কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
এদিকে জিয়া প্রজন্ম দলের আলফাডাঙ্গা পৌর কমিটির সভাপতি রুবেল হোসেন , সহ-সভাপতি লাকুম শেখ, সাধারণ সম্পাদক খোকন শেখ, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শাহজাহান মৃধাসহ ২৭ সদস্য বিশিষ্ট নাম ঘোষণা করা হয়েছে।
এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে একই স্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন , জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবুল বাসার বিপ্লব, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন।
বাংলাদেশ জাতীয়তাবাদি জিয়া প্রজন্ম দলের ভাইস চেয়ারম্যান আবুল বাশার বিপ্লব তার বক্তব্যে বলেন.
আলফাডাঙ্গা, মধুখালি, বোয়ালমারীর মানুয অবহেলিত, কমিটি দেওয়ায় আগে আমি কেন্দ্রীয় নেতা আব্বাস সাহেব, খসরু ভাই, সহ অনেকের সাথে আলোচনা করে কমিটি করেছি, তিনি বলেন,আমি রাজনীতিকে পেশা হিসেবে নিতে চাই না, সেবা হিসেবে নিতে চাই।বলেন ,১৭ বছর সৈরাচারি শেখ হাসিনা ক্ষমতা থাকলেও কেউ তাকে রক্ষা করতে পারে নাই,
এসম দেশ নায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আলফাডাঙ্গা পৌর বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক নজরুল ইসলামের সঞ্চালায় অন্যনদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কায়েম শিকদার, পৌর যুবদলের আহবায়ক সৈয়দ মিজানুর রহমান, বোয়ালমারী উপজেলা শাখার জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক কাজী শাহনেওয়াজ জাকারিয়া প্রমুখ।