প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৪, ১১:৪৭ অপরাহ্ণ
বেনাপোলে ফেনসিডিল সহ নারী গ্রেফতার
এস এম মারুফ, নিউজ ডেক্সঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ভবের বেড় গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ সোনিয়া খাতুন নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃত আসামী- সোনিয়া খাতুন (২৪) সে বেনাপোল পোর্ট থানাধীন ভবের বেড় পশ্চিম পাড়া গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী।
থানা পুলিশ জানায়, সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল মিয়ার নির্দেশে বেনাপোল ভবের বেড় পশ্চিম পাড়া সাকিনস্থ জনৈক নেটা কালু এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামী সোনিয়া খাতুনকে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ হাতে নাতে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, দেশের মেধাবী যুব সমাজ ধ্বংসকারী মাদক কারবারিদের কোন প্রকার ছাড় নয়। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় আজও মাদক সহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.