প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৪, ৪:৫২ অপরাহ্ণ
ফরিদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
এমএম জামান, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে পানিতে ডুবে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বোয়ালমারী পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্যেরগাতী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির নাম মানহা সিকদার (৫)। সে মধ্যেরগাতী গ্রামের লিখন সিকদারের মেয়ে। সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায়।
বোয়ালমারী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. মমিন খান জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শিশুটি ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. আন্না সুলতানা বলেন, আমরা শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.