প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৪, ৬:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৪, ৩:৫৩ অপরাহ্ণ
অভয়নগরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ইয়বাসহ নারী আটক
এস এম মারুফ, নিউজ ডেক্সঃ যশোরের অভয়নগরে থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ১৫৮ (একশত আটান্ন) পিচ ইয়াবা ট্যাবলেটসহ লিপি বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) রাত ২.৩৫ ঘটিকায় অভয়নগর থানা পুলিশের এসআই(নিঃ)/ অনিষ মন্ডল সঙ্গীয় ফোর্স ও সেনাবাহিনীর টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র থানাধীন বুইকারা বৌ-বাজার আকুঞ্জিপাড়া গ্রামের লিপি বেগম এর বসতবাড়ীর উঠানে মাদক ক্রয়-বিক্রয় চলছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ)/ অনিষ মন্ডল বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে সঙ্গে থাকা পুলিশের একটি চৌকস টিম এবং সেনাবাহিনীর টহল টিমকে নিয়ে রাত ০২.৫০ ঘটিকায় উক্ত স্থানে যৌথ অভিযান পরিচালনা করে মাদক কারবারি লিপি বেগম (৪৭), স্বামী হিরো মোল্লা, সাং- বুইকারা (বৌ-বাজার আকুঞ্জিপাড়া), থানা-অভয়নগর, জেলা যশোরকে গ্রেফতার করেন এবং তার হেফাজত হতে সর্বমোট ১৫৮ (একশত আটান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন।
এই সংক্রান্তে অভয়নগর থানায় মামলা রুজু হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.