প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৫:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৪, ৭:১২ অপরাহ্ণ
বেনাপোল থানার ওসি’র সাথে নিত্যহাট বাজার কমিটির মতবিনিময়
নিউজ ডেক্সঃ যশোরের বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাসেল মিয়ার সাথে বেনাপোল নিত্য হাট ব্যবসায়ী কল্যান সমিতি মতবিনিময় করছেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোল পোর্ট থানায় নতুন যোগদান করা ওসি মোঃ রাসেল মিয়ার অফিস কক্ষে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় নিত্য হাট বাজার কমিটি ওসিকে জানান, বেনাপোল নিত্য হাট মার্কেট একটি বৃহত্তর মার্কেট। এখানে সুস্থ পরিবেশে ক্রেতা সাধারণ পরিবার পরিজন নিয়ে নির্ভয়ে কেনাকাটা করতে আসে। কিন্তু ইদানিং স্কুল-কলেজ পড়ুয়া অল্প বয়সের শিক্ষার্থীরা এ মার্কেটের সুস্থ পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে খোশগল্পে মেতে থাকে। যেটা মানুষের দৃষ্টিতে লজ্জাজনক। এছাড়াও উঠতি বয়সের উচ্ছৃঙ্খল কিশোর ও কিশোর গ্যাং মাঝে মাঝে মার্কেটের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এবিষয়ে পুলিশি সহযোগিতা প্রয়োজন।
নব যোগদান করা ওসি রাসেল মিয়া নিত্য হাট ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, বেনাপোল পোর্ট থানাধীন এলাকার যেকোনো সমস্যা সমাধানে ও আইনের সৎ শাসন প্রতিষ্ঠা করতে থানা পুলিশ সর্বদা সজাগ। কোন প্রকার অপ্রতিকার ঘটনা দেখলে সঙ্গে সঙ্গে জানাবেন, দ্রুত সময়ের মধ্যে বেনাপোল পোর্ট থানা পুলিশ সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল নিত্যহাট বাজার কমিটির সভাপতি সৈয়দ আক্তার হোসাইন বিপ্লব, সহ সভাপতি সাংবাদিক এস এম মারুফ, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান তুহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন বাপ্পি সহ নব গঠিত কমিটির সবাই।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.