প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৪, ১:১৪ অপরাহ্ণ
টেকনাফে ৬ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

নিউজ ডেক্সঃ কক্সবাজারের টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়ন উত্তর লম্বরী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬,০০০ পিস ইয়াবা উদ্ধারসহ একজন মাদক কারবারী গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব জানায়, র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধ পরিকর। এরই ধারাবাহিকতায় র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য (১ অক্টোবর) অনুমান ১০.৪৫ মিনিটের সময় র্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে আব্দুর রহিম নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারী- আব্দুর রহিম (২৬), সে কক্সবাজারের টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়ন ২নং ওয়ার্ড উত্তর লম্বরী গ্রামের আবুল কাসেম এর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।
Copyright © 2025 samajerchoke.com. All rights reserved.