প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৬:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৪, ৭:০০ অপরাহ্ণ
বেনাপোল সীমান্তে ১৯টি স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
এস এম মারুফ, নিউজ ডেক্সঃ ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্তের আমড়াখালি চেকপোস্টের সামনে থেকে ৪ কেজি ৫৫৭ গ্রাম ওজনের ১৯পিস স্বর্ণেরবার সহ মাহফুজ মোল্ল্যা নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালের দিকে বেনাপোল পোর্টথানাধীন আমড়াখালি চেকপোস্টের সামনে অভিযান চালিয়ে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি তাকে আটক করে। পরে শরীর তল্লাশী করে কোমর থেকে স্বর্নবার উদ্ধার হয়।
আটক স্বর্নপাচারকারি মাহফুজ মোল্ল্যা নড়াইল জেলার লোহাগড়া থানার হাসমত উল্ল্যাহর ছেলে।
৪৯ বিজিবি ব্যাট্যালিয়নের অধিনায়ক লেঃ সাইফুল্লাহ সিদ্দিকি জানান, গোপন সংবাদে বিজিবি জানতে পারে সীমান্ত পথে ভারতে স্বর্নের একটি চালান পাচার হবে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে স্বর্নপাচারকারীকে আটক করে। এ সময় তার কাছে থেকে ১৯টি স্বর্নবার পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে স্বর্নপাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এদিকে সাম্প্রতি বেনাপোল সীমান্ত পথে স্বর্নপাচার বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের বিভিন্ন সংস্থার নজর এড়িয়ে চোরাকারবারিরা স্বর্নের বড় বড় চালান পাচার করছে ভারতে। দায়িত্বশীল কিছু কর্মকর্তাদের হস্তক্ষেপে মাঝে মধ্যে দু একটি চালান আটক হলেও বড় বড় চালান যাচ্ছে পাচার হয়ে।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.