প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৯, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ণ
বেনাপোলে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শতাধিক শিক্ষার্থী
এস এম মারুফ, স্টাফ রিপোর্টারঃ দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্কুল কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী। এসময় যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার পরামর্শও দেন তারা।
শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাধুবাদ জানিয়েছেন বেনাপোলের নানা শ্রেণী পেশার মানুষ। এতে যানবাহন চালকরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।
শুক্রবার দিনব্যাপী বেনাপোল শহরের বাজার চত্বর বাসস্ট্যান্ডসহ সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ট্রাফিক দায়িত্ব পালন করছেন- বেনাপোল হাইস্কুল, শার্শা পলিটেকনিক স্কুল এন্ড কলেজ, বেনাপোল ডিগ্রি কলেজ সহ দেশের বিভিন্ন কলেজে পড়ুয়া বেনাপোল বসবাসকারী শিক্ষার্থীরা।
দায়িত্ব পালনকারী শিক্ষার্থী মোঃ সাকিবুর আলম শাফি ও মোঃ নুর হোসেন দৈনিক যশোর বার্তা'কে বলেন, বর্তমানে যেহেতু সড়কে পুলিশ তাদের দায়িত্ব পালন করছেন না। তাই তারা সড়কে নেমে ঐক্যবদ্ধ হয়ে সড়কের জ্যাম ও মানুষের নিরাপত্তায় কাজ করছেন। পাশাপাশি সব যানবাহন চালককে ট্রাফিক আইন মেনে চলার জন্যও অনুরোধ করছেন।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.