প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৪:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৪, ৭:১১ অপরাহ্ণ
বোয়ালমারীতে অবৈধ কারেন্ট ও দুয়ারী জাল জব্দ, পরে বিনষ্ট করা হয়

এমএম জামান, বোয়ালমারী ফরিদপুরঃ উন্মুক্ত জলাশয় খালও বিল গুলোতে দেশীও প্রজাতির মাঋ রক্ষার জন্য বাজারে ও জলাশয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারীও কারেন্ট জাল জব্দ করেছে বোয়ালমারী উপজেলা মৎস্য বিভাগ।
(সোমবার) সকালে, ৮ জুলাই -২৪, উপজেলার সাতৈর ইউনিয়নের মহিশহেলা ব্রিজ সংলগ্ন এলাকা, সাতৈর বাজার সংলগ্ন বারা শিয়া নদী থেকে ও হাট বাজার থেকে জাল জব্দ করে। এর মধ্যে চায়না দোয়ারি জাল,৫ টি,ও কারেন্ট জাল, জব্দ করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো, জসিমউদদীন।
এসব জালের আনুমানিক মূল্য প্রায় দুইলাখ পঞ্চাশ হাজার টাকা।
এসব জাল উপজেলা চত্তরে একত্র করে। ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহি মাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল।
এসময় উপস্থিত ছিলেন মৎস্য অফিসের হিসাব রক্ষক কাজী ওয়াহিদুজ্জামান, মো, মাহবুবুর রহমান প্রমূখ।
কৃষি কর্মকর্তা জসিমউদদীন বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী মাজিস্ট্রেট গোলাম রাব্বানী বলেন, আমরা জানি যে মৎস্য সম্পদ রক্ষার্থে আমাদের অভিযান নিয়মিত পরিচালনা করা হয়,আজকের অভিযানের অংশ হিসেবে অবৈধ যে জাল আছে জনসম্মুখে তা পোড়ানো হয়।
Copyright © 2026 samajerchoke.com. All rights reserved.