প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৬:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৪, ৫:৩৯ অপরাহ্ণ
শার্শায় মার্কেটের ভেতর থেকে ৩টি হাতবোমা উদ্ধার
এস এম মারুফ, স্টাফ রিপোর্টারঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের মেইন সড়কের পাশে অবস্থিত বাবু চেয়ারম্যানের মার্কেটের পশ্চিম সাইট মিজান মোটর গ্যারেজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি হাতবোমা উদ্ধার করেছে বাগআঁচড়া ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে এই বোমা তিনটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় পথচারিরা মার্কেটের ভিতর দিয়ে যাওয়ার সময় একটি পলিথিনে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু দেখে পুলিশকে খবর দেয়। পরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশ এসে তিনটি হাতবোমা উদ্ধার করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা এসব রাখতে পারে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.