প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৫:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৪, ৯:৩৯ অপরাহ্ণ
বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমন্তে ভারতীয় বিএসএফের গুলিতে আমজাদ আলী (৩৫) নামে এক বাংলাদেশী আহত হয়েছে। সে বেনাপোল পোর্ট থানাধীন কৃষ্ণপুর গ্রামের মৃত সুকচান আলীর ছেলে।
রোববার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহতের ভাই আমির আলী জানান, রোববার রাতে সীমান্তের পুটখালী চরের মাঠ এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে গরু নিয়ে আসার সময় ভারতীয় জোয়ান বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তার ভাই আমজাদ আলীর পায়ে গুলিবিদ্ধ হয়।
তিনি আরও বলেন, আহত অবস্থায় সে পালিয়ে বাড়িতে আসলে বাড়ির লোকজন তাকে রাতেই যশোর সদর হাসপাতালে ভর্তি করে। সে বর্তমান সেখানে চিকিৎসাধীন আছে।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল খুরশীদ আলম বলেন, ভারতীয় বিএসএফের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছে শুনেছি। রাতে টহলরত বিজিবি সদস্যরা গুলির শব্দ পাইনি। খোঁজ নিয়ে আহতের বাড়িতে লোকজন পাঠানো হলে, তাদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। তবে লোকমুখে জানতে পেরেছি আহতের ঘটনা। কিন্তু কিভাবে আহত হয়েছে বা ঘটনাটি কোথায় ঘটেছে আহত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে আমরা বিস্তারিত জানতে পারবো।
Copyright © 2025 samajerchoke.com. All rights reserved.