প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৬:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৪, ৬:০৮ অপরাহ্ণ
শার্শায় যুবকের আত্মহত্যা
এস এম মারুফ, স্টাফ রিপোর্টারঃ যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন শিকারপুর গ্রামে হাবিবুর রহমান (২৬) নামে মানুষিক ভারসাম্যহীন এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের হযরত আলী সরদারের ছেলে।
জানা যায়, রোববার (১২ মে) মধ্য রাতের কোন এক সময় সে বসত ভিটার উঠানে আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
স্থানীয়রা জানায়, মানুষিক ভারসাম্যহীন হাবিবুর পারিবারিক দেখাশোনা করে গত ৮ মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু গত ১ মাস আগে তার স্ত্রী তাকে ছেড়ে বাবার বাড়িতে চলে আসায় সে আরো বেশি মানুষিক ভারসাম্যহীন হয়ে পড়ে। অনেকের ধারণা সে কারনেই হাবিবুর আত্মহত্যা করতে পারে।
আত্মহত্যাকারী হাবিবুর এর পিতা হযরত আলী সরদার বলেন, রাতের খাবার খেয়ে হাবিবুর তার ঘরে ঘুমাতে যায়। পরবর্তীতে ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে বাহিরে এসে দেখি, হাবিবুর উঠানের আমগাছের ডালে ফিতার দড়ি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এসময় আমার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুত এসে আমগাছের ডালে ঝুলে থাকা দেহটা নামিয়ে দেখে সে মারা গেছে।
আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.