প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৪, ১২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৪, ৭:০৮ অপরাহ্ণ
ডিবি’র অভিযানে ২৫০ বোতল ফেনসিডিলসহ আটক-১
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের ঝিকরগাছা থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫০ বোতল ভারতীয় ফেনসিডিল, ১টি কাভার্ড ভ্যান ও ১৪ রিল মিডিয়াম পেপার উদ্ধার সহ দ্বীপ নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।
আটককৃত আসামী- দ্বীপ কুমার বিশ্বাস (১৯) সে বেনাপোল পোর্ট থানাধীন উত্তর কাগজপুকুর গ্রামের তপন পদ বিশ্বাসের ছেলে।
ডিবি পুলিশ জানায়, বুধবার (৮ মে) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে ডিবি যশোরের এসআই মোঃ মুরাদ হোসেন, পিপিএম এর নেতৃত্বে এসআই রইচ আহমেদ, এএসআই ইমদাদুল হক ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোরের ঝিকরগাছা থানাধীন কীর্তিপুর সাকিনস্থ ট্রাক টার্মিনালের সামনে যশোর টু বেনাপোল গামী মহাসড়কের উপর হইতে বেনাপোলের দিক হইতে আসামী একটি কাভার্ড ভ্যান আটক করতঃ গাড়ির হেলপার আসামী দ্বীপ কুমার বিশ্বাস'কে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামীর দেখানো ও বাহির করে দেওয়া মতে কাভার্ড ভ্যানটির ড্রাইভিং সিটের পিছনে বক্সের মধ্যে হইতে ২টি বস্তায় ২৫০ বোতল ফেন্সিডিল, উক্ত ফেন্সিডিল বহন কাজে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান, কাভার্ড ভ্যানের পিছনে বক্সের ভিতর রক্ষিত ১৪ (চৌদ্দ) রিল MEDIUM PAPER, উদ্ধার করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য অনুমান ৩৭,৫০,০০০/- (সাইত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
আটককৃত আসামীর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.