প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৪, ৭:২৪ অপরাহ্ণ
বোয়ালমারীতে ওয়েসিস বেকারী এন্ড পেস্ট্রি শপের শাখার উদ্বোধন

এমএম জামান, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ওয়েসিস বেকারী এন্ড পেস্ট্রি শপের উপজেলা শাখার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ মে) বিকেলে ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহ্জাহান মীরদাহ পিকুল। বোয়ালমারী মেইন রোডস্থ কৃষি ব্যাংকের সামনে বেকারিটির বোয়ালমারী শাখা অবস্থিত।
শাখাটির উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে কেক কাটা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মীবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বোয়ালমারী শাখার কর্ণধার দৈনিক মানবজমিন পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি সাংবাদিক এরশাদ সাগর বলেন, সুলভ মূল্যে ভালো মানের পাউরুটি, কেক, পেস্ট্রি ইত্যাদি উপজেলার সর্বস্তরের জনগণকে উপহারের দেওয়ার নিশ্চয়তায় ওয়েসিস বেকারীর বোয়ালমারী শাখাটি চালু করেছি। আশা করছি ভোক্তাসাধারণ মানসম্মত পণ্য পাবে।
Copyright © 2025 samajerchoke.com. All rights reserved.