প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৪, ১২:০১ অপরাহ্ণ
সাংবাদিকদের সকল আইনসঙ্গত অধিকার বাস্তবায়নে প্রতিষ্ঠাই হোক মে দিবসের অঙ্গীকার
মোঃ রাসেল সরকার: সাংবাদিকদের সকল আইনসঙ্গত অধিকার বাস্তবায়নে প্রতিষ্ঠাই হোক মে দিবসের অঙ্গীকার। আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন।
এদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হচ্ছে। যদিও আমাদের দেশে অন্যান্য পেশাজীবীদের বেতন-ভাতা বাড়লেও সাংবাদিকদের বেতন-ভাতা বর্তমান বাজারের তুলনায় অনেক কম ও অনিয়মিত।
অন্যান্য সুযোগ-সুবিধাতেও সাংবাদিকরা পিছিয়ে আছেন, সরকারের স্বাধীন সংবাদমাধ্যম নীতি থাকলেও তা বাস্তবায়নে সংশ্লিষ্ট অনেকের অনীহা দেখা যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকদের উপর হামলা মামলা হয়রানি সহ শোষণ-বঞ্চনার শিকার হচ্ছেন। সংশ্লিষ্টরা বিষয়গুলো জানলেও এসব ক্ষেত্রে কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এই প্রেক্ষাপটে মে দিবসের চেতনা বাস্তবায়নে রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হতে হবে। একইসঙ্গে নেতৃবৃন্দ সাংবাদিকদের সকল আইনসঙ্গত অধিকার বাস্তবায়নে আন্তরিক হওয়ার জন্য গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানাচ্ছি।
এখনও গণমাধ্যমে অনৈতিক ও আইন বহির্ভূতভাবে ছাঁটাই করা হচ্ছে। অবিলম্বে ছাঁটাই বন্ধ ও সাংবাদিকদের পাওনা টাকা দ্রুত পরিশোধের দাবি জানাই।
আজ মহান মে দিবস-বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন, জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.