প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৫:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৪, ৩:৫৪ অপরাহ্ণ
মতিঝিল বিভাগের শ্রেষ্ঠ মুগদাপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই এ কে আজাদ
বিশেষ প্রতিনিধি: সততা ও নিষ্ঠার দায়িত্ব পালন করায় বারবার বিভিন্ন ক্যাটাগরিতে মুগদা থানা ও মুগদাপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ মো; এ কে আজাদ টানা আটবার মতিঝিল বিভাগে প্রথম হয়। সম্মানসূচক পুরস্কার দিয়েছেন মতিঝিল বিভাগে সুযুগ্য ডিসি হায়াতুল ইসলাম খান (বিপিএম পিপিএম সেবা)যা একটি নজির বিহীন ঘটনা।
তথ্য সূত্রে জানা যায় উপ-পুলিশ পরিদর্শক ইনচার্জ মুগদাপাড়া পুলিশ ফাড়ির এস আই মো: এ কে আজাদ তার দায়িত্ব থেকে সাধারণ জনগনকে পাশে রেখে মানিকনগর, বালুর মাঠ, মিয়াজান লেন. ওয়াসা রোড সহ মাদক ব্যবসা জুয়া খেলা. সামাজিক অনৈতিক কর্মকান্ড কে নির্মূল করতে সক্ষম হয়। জনগনের কাছে পুলিশের প্রতি ভালোবাসা ও আস্তা ভাজন কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ মুগদা থানা ও মুগদাপাড়া পুলিশ ফাড়ির পুলিশের প্রতি আস্তা ফিরে পেয়েছে।
মুগদাপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই মো: এ কে আজাদের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি আইনের সেবক, সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটি সঠিক ভাবে পালন করার চেষ্টা করে যাচ্ছি। মাদক জুয়া সহ কোন অনৈতিক কাজের সাথে আপোষ করি নাই। এই এলাকার কোন মানুষ বলতে পারবে না, আমি কারো সাথে ঘুষ বাণিজ্য করেছি? আমি যেদিন পুলিশ বাহিনীতে যোগদান করেছি সেই থেকে শপথ করি দেশ ও জনগনের আইনের সেবা করে যাবো এটাই আমার দায়িত্ব।
ধন্যবাদ জানাই থানার ইনচার্জ তারিকুজ্জামান স্যার কে, তদন্ত ও অপারেশন স্যারকে, ও আমার পুলিশ ফাড়ির এ এস আই ও কনস্টেবল সকল সদস্য কে ধন্যবাদ জানাই। পাশাপাশি সার্বক্ষণিক মানিক নগরের সাধারণ মানুষের কাছে যারা আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.