প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৬:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৪, ১১:২৬ অপরাহ্ণ
বেনাপোলে পুলিশি অভিযানে মাদকসহ ৪ মাদক করবারি গ্রেফতার
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেন্সিডিল ও ৩০০ গ্রাম গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃত আসামী- পোর্ট থানাধীন কৃষ্ণপুর গ্রামের সুরত আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৪), শার্শা থানাধীন কন্যাদহ (প্রাইমারি স্কুলের পাশে) মৃত আক্কাস মোড়লের ছেলে হাসেম আলী (৩৮),
পোর্ট থানাধীন মহিষাডাঙ্গা গ্রামের আলী হোসেনের ছেলে জাহিদ হাসান (২৫), ধান্যখোলা (মাদ্রাসাপাড়া) গ্রামের আব্দুর রহমানের স্ত্রী রাহিমা খাতুন (৩৫)।
থানা পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান রোধে থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন কৃষ্ণপুর গ্রামস্থ কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর সামনে পাকা রাস্তার উপর হইতে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জাহিদুল, হাসেম, জাহিদ নামে তিম মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। একইদিনে ১২টার সময় বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রামস্থ বোয়ালিয়া বাজার জনৈক বাবলুর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৩শ গ্রাম গাঁজাসহ মোছাঃ রাহিমা খাতুন নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়।
এছাড়াও গতকাল শুক্রবার রাত ১০টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন মহিষাডাঙ্গা গ্রামস্থ মহিষাডাঙ্গা জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হইতে ৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জাহিদ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, উক্ত বিষয়ে বেনাপোল পোর্ট থানায় তিনটি মাদক মামলা রুজু করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.