প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৪, ৩:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৪, ১০:০১ অপরাহ্ণ
বেনাপোলে থানা পুলিশের অভিযানে হেরোইন-গাঁজাসহ আটক-৪
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৭ গ্রাম হেরোইন, ১শ গ্রাম গাঁজা ও ১৫১ ধারার ১ জন আসামী সর্বমোট ০৪ জন আসামী গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
পুলিশ জানায়, থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান উদ্ধার করা লক্ষ্যে বেনাপোল পোর্ট থানা পুলিশ ২৮ মার্চ, ২০২৪, ২০:৫৫ ঘটিাকা সময় বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় মধ্যপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আবু বক্কার সিদ্দিকী @ বাক্কা, পিতা-মৃত ইসমাইল হাওলাদার এর বাড়ির সামনে ফাঁকা জায়গা হইতে মোঃ ইকবাল হোসেন মানিক(৩৪), পিতা-মৃত: বাবলু মিয়া ,স্থায়ী: গ্রাম- গয়ড়া (উত্তরপাড়া) , থানা- বেনাপোল পোর্ট থানা, জেলা –যশোর এর নিকট হইতে উদ্ধার-মাট-৯৯ (নিরানব্বই) পুরিয়া কথিত হেরোইন, কাগজসহ মোট ওজন-৯ (নয়) গ্রাম , মোট মূল্য অনুমান-১৯,৮০০/- (উনিশ হাজার আটশত) টাকা গ্রেপ্তার করেন। এছাড়া ২৯ মার্চ, ২০২৪ তারিখ ১১.২০ ঘটিকা সময় বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামস্থ মোঃ আব্দুর রাজ্জাক (৪২), পিতা-মৃত রবিউল হোসেন, সাং-বেনাপোল পাটবাড়ী, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এর মুদি দোকানে সামনে বেনাপোল চেকপোষ্ট টু গাতীপাড়া গামী পাকা রাস্তার উপর সঞ্জয় বিশ্বাস (২৯), পিতা-কার্তিক বিশ্বাস, মাতা-সুভদ্রা বিশ্বাস , স্থায়ী: গ্রাম-পিরোজপুর, থানা-পেট্রাপোল, জেলা-উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম বাংলা, ভারত এর হেফাজত হইতে সাদা পলিব্যাগে ৪৫ গ্রাম হেরোইন, তার সংগীয় ০১ জন অজ্ঞাতনামা পলাতক বাংলাদেশী আসামীর ফেলে যাওয়া মতে ৩২২ পুরিয়া হেরোইন, ওজন ৩২ গ্রাম সর্বমোট ৭৭ গ্রাম হেরোইন যার মূল্য অনুমান ১,৯৬,১০০/- টাকা সহ ধৃত করেন, ২৯ মার্চ, ২০২৪ তারিখ ১০.৩০ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামস্থ জনৈক মোঃ করিম মাষ্টার (৪৫) এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর মো: মুনছুর আলী (৫৫), পিতা-মৃত আব্দুল ব্যাপারী, স্থায়ী: গ্রাম- ভবেরবেড়, থানা- বেনাপোল পোর্ট, জেলা –যশোর এর নিকট হইতে উদ্ধার-১০০ গ্রাম গাঁজা, মূল্য-৩০০০/- টাকা গ্রেপ্তার করে পৃথক পৃথক এজাহার দায়ের করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, উক্ত বিষয়ে বেনাপোল পোর্ট থানায় তিনটি মাদক মামলা রুজু করা হয়। এছাড়া ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারা মোতাবেক একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। উক্ত গ্রেফতারকৃত আসামীদের আজ শুক্রবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.