প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৬:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ণ
বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে হেরোইন, গাঁজা ও ফেনসিডিলসহ আটক- ৫
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের সীমান্ত ঘেঁষা বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ২শ গ্রাম গাঁজ সহ ২ জন, ১৩৯ পুরিয়া হেরোইন সহ ২ জন ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জন সর্বমোট ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, সোমবার (১৮ মার্চ) সাড়ে ৯টার সময় বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া সাকিনস্থ জনৈক রিপন ভান্ডারীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ২০০ গ্রাম গাঁজাসহ পান্না হোসেন (২৭) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। সে পোর্ট থানাধীন অভয়বাস গ্রামের মোঃ তৈয়বুর রহমানের ছেলে। একইদিন মধ্যরাতে বেনাপোল বাজারে অবস্থিত নিত্যহাট মার্কেটের পশ্চিম পাশে আরেকটি অভিযান পরিচালনা করে দিলীপ কুমার দে (৪৫) এর বসত বাড়ির নিজ শয়ন কক্ষের খাটের তোষকের নিচ হতে ৯২ পুরিয়া হেরোইন সহ তাকে আটক করা হয়। দীলিপ মৃত হরিপদ দে'র ছেলে। এছাড়া মঙ্গলবার (১৯ মার্চ) বেনাপোল পোর্ট থানাধীন মানকিয়া গ্রামে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মানকিয়া গ্রামের মোঃ আঃ রাজ্জাক ও পালিত পিতা রহমত আলীর ছেলে সেলিম তরফদার (৫৩) কে আটক করে পুলিশ। এদিন সীমান্তের সাদীপুর গ্রামস্থ বুল্লির মোড় নামক স্থান থেকে ১ কেজি গাঁজাসহ এহতেশাম আলম @ রিটু (৩৬) কে আটক করা হয়। সে বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর (২নং গেটের সামনে) মৃত রফিকুল ইসলামের ছেলে। সর্বশেষ পোর্ট থানাধীন ছোট আঁচড়া মোড়ে হাজী বিরিয়ানীর সামনে পাকা রাস্তার উপর হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে থানা পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় পৃথক পাঁচটি মাদক মামলা হয়েছে।
এছাড়াও তিনি বলেন, মাদকরোধে নিয়মিত অভিযান ও এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.