প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৪, ৩:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৪, ১০:২৪ অপরাহ্ণ
যশোরে প্রায় ৪ কোটি টাকার ৩২পিস সোনার বার উদ্ধার
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের কোতোয়ালি মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৪ কোটি টাকার ৩২ পিস সোনার বার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
সোমবার (১৮ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটের সময় যশোরের কোতোয়ালি মডেল থানাধীন নিউ মার্কেট মোড়ে জেলা গোয়েন্দা শাখার এসআই সোলেমান আক্কাস এর নেতৃত্বে এসআই আব্দুল মান্নান, এএসআই গোরাঙ্গ ও সঙ্গীয় ফোর্স গোপন তথ্যের ভিত্তিতে একটি সন্দেহ ভাজন প্রাইভেটকার ঢাকা মেট্রো-গ-৩৭-০০৩১ আটক করে ড্রাইভার ও ১ আরোহীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানতে পারেন প্রাইভেটকারে সিটের নীচে বিশেষ কায়দায় রক্ষিত স্বর্ণের বার রয়েছে।
উক্ত সংবাদ পেয়ে জেলা উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও গণমাধ্যম কর্মিরা ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থলে উপস্থিত শত শত উৎসুক জনতার সামনে গ্রেফতারকৃত ২ আসামীর স্বীকারোক্তি ও নিজ হাতে বাহির করে দেওয়া মতে স্কচটেপ দ্বারা মোড়ানো স্বর্ণের বার বের করে দিলে স্কচটেপ খোলে দেখা যায়, ২ বান্ডেলে ছোট বড় সাইজের মোট ৩২ টি স্বর্ণের বার যার ওজন ৩.৩৫৬ কেজি মুল্য অনুমান ৩,৫০,০০,০০০ (তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা) উদ্ধার পূর্বক জব্দ করেন।
ঘটনা সংক্রান্তে এসআই সোলেমান আক্কাস বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় চোরা কারবারীরা ঢাকা হতে যশোর বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য উক্ত স্বর্ণের বার প্রাভেটকারে বিশেষ কায়দায় নিয়ে আসতেছিল। ঘটনার সাথে কে বা কাহারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আটককৃত আসামী- শহীদুল ইসলাম (৪০) সে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের ইমানুর রহমানের ছেলে ও শার্শা থানাধীন শ্যামলাগাছি গ্রামের আলাউদ্দিনের ছেলে সুমন হোসেন (২৮)।
উদ্ধারকৃত আলামতঃ
১। ১টি প্রাইভেটকার ঢাকা মেট্রো-গ-৩৭-০০৩১।
২। ৩.৩৫৬ কেজি ওজনের ৩২ টি স্বর্ণের বার।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.