প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৪, ৫:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ২:৩৪ অপরাহ্ণ
সপ্তাহব্যাপী পরিষদ বন্ধ রেখে পিকনিক, ভোগান্তিতে জনসাধারণ
নিজেস্ব প্রতিবেদকঃ সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার যশলং ইউনিয়ন পরিষদের সকল কক্ষ তালাবদ্ধ রয়েছে। চেয়ারম্যান, ইউপি সচিব, ইউপি সদস্য, হিসাব সহকারী, উদ্যোক্তা সহ সকলের কার্য্যক্রম বন্ধ রাখা হয়েছে। খোজনিয়ে জানাজায়, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পরিষদ তালাবদ্ধ রেখে সকলে পিকনিক করে বেড়াচ্ছে।
এ বিষয়ে যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল খানের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, আমি ইউএনও মহোদয়ের কাছে মৌখিকভাবে বলে এসেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসেন বলেন, আমাকে কিছু জানানো হয়নি। পরিষদ তালাবদ্ধ রেখে কোথায় যাওয়ার জন্য অনুমতিও দেয়া হয়নি। খোজনিয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কাজী আব্দুল ওয়াহিদ বলেন, আমি ফেইসবুকে দেখেছি। ঘুরতে গেলে অনুমতি নিয়ে যেতে হবে এমন কোনো বিধান নাই, দেশের বাহিরে গেলে অনুমতির প্রয়োজন হয়। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা ঘুরতে যেতেই পারে এটা অস্বাভাবিক কিছুনা, এটার জন্য যদি আপনি ভোগান্তির স্বীকার খোঁজেন। এটা এমন কোনো বিষয়না আমি বলিনি, আপনি বাংলা কথাটা বোঝার চেষ্টা করেন। এটা এই লেভেলের বিষয়না, যেখানে আমার মন্তব্য দিতে হবে, পত্রিকায় রিপোর্ট করতে হবে। এমন দোষ খুঁজতে গেলে অনেক দোষ ই পাওয়া যাবে। অপ্রয়োজনীয় ছিদ্রু না খুঁজি, পজিটিভলি দেখি। এটাতে বুঝা যায় কারো সাথে দন্ধ আছে এই ইস্যুতে তাকে হেনস্থ করতে চায়।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.