প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২০, ২০২৪, ১২:১১ পূর্বাহ্ণ
বেনাপোলে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃত আসামী- বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে বশির (৪৫) ও একই থানাধীন দৌলতপুর গ্রামের মৃত মিন্টু শেখের ছেলে মিলন শেখ (২৬)।
পুলিশ জানায়, সোমবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বেনাপোল পৌরসভার ০১নং ওয়ার্ড সাদীপুর গ্রামে অভিযান চালিয়ে ২০০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইনসহ বশির ও মিলন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ২০০ পুরিয়া হেরোইনসহ দুই ব্যক্তি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১টি মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও বলেন, এলাকার চিহ্নিত ও নতুন যে সব মাদক ব্যবসায়ী ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে তা নির্মূল করতে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে থানা পুলিশের এধরণের অভিযান অব্যাহত থাকবে। এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে যথাযথ ভূমিকা পালন করবে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায় আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.