প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১১:৩০ অপরাহ্ণ
বেনাপোলে মাদক ও কসমেটিকসহ আটক- ৩
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল মাদক ও চোরাকারবারি রোধে বেনাপোল পোর্ট থানা পুলিশের নিয়মিত অভিযানে ৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল ও ১৭শ পিচ কসমেটিক জব্দসহ তিন জনকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, যশোর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান রোধে পুলিশের নিয়মিত টহল অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় (১৮ ফেব্রুয়ারী) বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ছোট আঁচড়া মোড়স্থ হাজী বিরিয়ানী হাউজের সামনে বেনাপোল টু যশোর গামী পাকা রাস্তার উপর হতে ৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল জব্দসহ ফারজানা নামে এক নারীকে গ্রেফতার করা হয়। ধৃত আসামী মোছাঃ ফারজানা (৩৫) সে রাজধানী ঢাকার কেরানীগঞ্জ দক্ষিণ থানাধীন আইনথা গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের মেয়ে।
অপরদিকে বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামস্থ এমপি মার্কেটের বটতলা মোড়ে পাঁকা রাস্তার উপর হতে পোর্ট থানাধীন ভবের বেড় গ্রামের মৃত আলতাফ গাজীর ছেলে মোঃ আল আমিন গাজী (৩০) ও একই এলাকার শাহীন হোসেনের ছেলে তুষার হোসেন(২৫) কাছ থেকে পাশ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধ ভাবে নিয়ে আসা ৫০০ পিচ Skinshine Cream, ১২০০ (এক হাজার দুই শত) পিচ Clobeta G M cream 10g, জব্দ সহ তাদেরকে আটক করা হয়। আলামতের মূল্য-১,২৪,০০০/- (এক লক্ষ চব্বিশ হাজার) টাকা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে দুইটি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.