এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের মনিরামপুর থানাধীন কুলটিয়া মোড়ে ২টি মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা ৬ জন অতর্কিতভাবে হামলা করে গুলি করে হত্যার চেষ্টায় ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।
আটককৃত আসামী- অভয়নগর থানাধীন সমসপুর গ্রামের নারায়ন মন্ডলের ছেলে শিশির মন্ডল(৩০), একই থানাধীন বুইকারা গ্রামের মৃত সোহরাব গাজীর ছেলে আঃ হান্নান গাজী(৩৮) ও মনিরামপুর থানাধীন বাহাদুরপুর গ্রামের অমল সরকারের ছেলে তন্ময় সরকার(১৯)।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) রাত ৯টার সময় এ ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ মানবেন্দ্র কে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ডিবি পুলিশ জানায়, জনৈক নিপুন বিশ্বাসের তেলের দোকানে স্থানীয় মানবেন্দ্র মন্ডল(৩৮), পিতা-মৃনাল কান্তি মন্ডলকে ২টি মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা ৬ জন অতর্কিতভাবে হামলা করে গুলি করে হত্যার চেষ্টা করে। এসময় স্থানীয় জনগনের ধাওয়া করে ১ জন মোটরসাইকেল আরোহীকে আটক করে। এসময় থানা ও ডিবি পুলিশ ঘটনার সংবাদ পেয়ে দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌছে গ্রেফতারকৃত মোটরসাইকেল আরোহীর তথ্য মতে অভিযান করে আরো ২ সদস্যকে আটক করতে সক্ষম হয়। এই ঘটনা সংক্রান্তে আহত মানবেন্দ্র মন্ডলের পিতা মৃনাল মন্ডল বাদী হয়ে মনিরামপুর থানায় মামলা দায়ের করে।
প্রাথমিক তদন্তে জানা যায়, আহত মানবেন্দ্র মন্ডল শার্শা উপজেলায় "দিশা" নামক শিক্ষা পাঠ্যক্রমে কাজ করেন। স্থানীয় ঘের নিয়ে প্রতিপক্ষদের বিরোধের জেরে ভাড়াটে চরমপন্থী সদস্য "ওলিয়ার চেয়ারম্যান " হত্যা মামলার আসামী দূর্জয় ও শিশিরের মাধ্যমে সহযোগী অন্যান্যদের দিয়ে মানবেন্দ্র মন্ডল কে গুলি করে হত্যার উদ্দেশ্যে গুলি করে, কিন্তু গুলি লক্ষভ্রস্ট হয়ে প্রানে বেঁচে যায় মানবেন্দ্র।
উদ্ধার:
১। আসামীদের ব্যবহৃত ১টি মোটরসাইকেল।
২। আসামীদের ব্যবহৃত লোহার রড।
৩। ১ রাউন্ড অবিস্ফোরিত গুলি।