এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ বাবু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ বাবু (৩৬) সে বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামের মোঃ মোকছেদ এর ছেলে।
থানা পুলিশ জানায়, শনিবার (১৭ ফেব্রুয়ারী) মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকের চালান সম্পর্কে জানতে পেয়ে এসআই লিখন কুমার সরকার এর নেতৃত্বে একটি চৌকস টিম পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। মাদকসহ আটক আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
অপরদিকে এসআই আমির হোসাইন এর নেতৃত্বে একটি টিম থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানা মূলে ২ জন আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বেনাপোল পোর্ঠ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান উদ্ধার করা লক্ষ্যে বিশেষ অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।