প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১২, ২০২৪, ৮:৩১ অপরাহ্ণ
ফরিদপুরে কৃষি ব্যাংকের গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
এমএম জামান, ফরিদপুরঃ "ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ কৃষি ব্যাংকের বোয়ালমারী শাখার গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) স্থানীয় বিলাসী সপিং সেন্টারে সকাল সাড়ে দশটায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিকেবি-মুখ্য আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর এর আয়োজনে, ফরিদপুর জেলা মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুর রশিদ মোল্যা'র সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব,মো.খোরশেদ আলম, ব্যবস্থাপক বিকেবি বিভাগীয় কার্যালয় ফরিদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.মেহেদী হাসান, উপজেলা নির্বাহী অফিসার বোয়ালমারী, মো.আসলাম হোসেন, বিভাগীয় নিরিক্ষা কর্মকর্তা বিকেবি বিভাগীয় নিরিক্ষা কার্যালয,ফরিদপুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো.আব্দুর রশীদ মোল্যা, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক বিকেবি মুখ্য আঞ্চলিক কার্যালয ফরিদপুর। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন, বিভাগীয় নির্বাহী প্রকৌশলী এস এম শাহ নেওয়াজ শোভন।
এসময় উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক বোয়ালমারী শাখার ব্যবস্থাপক সঞ্জয় কুমার সাহা, মো. মহব্বত হোসেন সিকদার উর্ধতন কর্মকর্তা, মো. মাহফুজুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের আলফাডাঙ্গা, মধুখালি ও কাদিরদী শাখার ব্যবস্থাপক ও অন্যন্য কর্মকর্তা বৃন্দ।
মতবিনিময় সভা অনুষ্ঠানে কৃষি ব্যাংকের গ্রাহকগণ উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.