প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৪, ৭:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৭, ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ
কক্সবাজারে অস্ত্রসহ অস্ত্র সন্ত্রাসী গ্রেফতার
বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
গ্রেফতারকৃত অস্ত্র কারবারী- ইব্রাহিম (৪০) সে কক্সবাজারেরর টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের নোয়াপাড়া (মগপাড়া) গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডসহ নানাবিধ অভিযোগের সন্ধান পাওয়া যায়।
র্যাব জানায়, বুধবার (৬ জানুয়ারী) সাড়ে ৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের নয়াপাড়া বাজারের মনির আহমদের টমটম গ্যারেজের সামনে একজন ব্যক্তি কোমরে অস্ত্রসহ প্রকাশ্যে ঘোরাঘুরি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এমন খবরে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি দেখে পলায়নকালে ধাওয়া করে দুর্ধর্ষ অস্ত্র সন্ত্রাসী ইব্রাহিম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতাকৃত আসামীর দেহ তল্লাশী করে সর্বমোট ১টি লোহার তৈরী দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.