প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩০, ২০২৪, ৮:২৫ অপরাহ্ণ
বেনাপোলে পুলিশি অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ি আটক
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ বাহার আলী নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটককৃত আসামি- মোঃ বাহার আলী (৩২) সে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী জেলেপাড়া গ্রামের মোঃ জামাল হোসেনের ছেলে।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার সময় পোর্ট থানাধীন পুটখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানায়, যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে এসআই এসআই শংকর কুমার বিশ্বাস, এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই ইমামুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সাকিনস্থ ট্যাংকির মোড়ে জনৈক আব্দুস সালাম মোড়ল এর মুদি দোকানে সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল জব্দ সহ মাদক কারবারি বাহার আলীকে আটক করা হয়। জব্দকৃত মাদকের অনুমান মূল্য এক লক্ষ টাকা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার ভক্ত বলেন, মাদক ব্যবসায়ি ও যারা মাদক কেনা-বেচা করে এরা দেশের যুব সমাজকে ধ্বংস করে। আর এই যুব সমাজ রক্ষাত্বে ও মাদক নির্মূলে আমরা সর্বদা সজাগ আছি। মাদকের সাথে যুক্ত কাউকে ছাড় নয় বরং তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করে, আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.