প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২৪, ৮:১৩ অপরাহ্ণ
বেনাপোলে ৮ মাসের বাচ্চাকে রেখে মায়ের বিষপানে আত্মহত্যা
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী মালিপোতা গ্রামে ৮মাসের এক শিশু ছেলেকে রেখে বিষপানে আত্মহত্যা করেছে নাসিমা নামে এক নারী। নাসিমা (২২) সে শিকড়ি মালিপোতা গ্রামের জিয়া হোসেনের স্ত্রী।
আজ সোমবার (২৯ জানুয়ারি) সকালে নিজ ঘরে সে বিষপান করে। ঘটনা জানতে পেয়ে পরিবারের লোকজন চিকিৎসার জন্য নিয়ে যাবারকালে পথিমধ্যে তার মৃত্যু হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার ভক্ত জানায়, সকালে ৮ মাসের শিশু বাচ্চা কান্নাকাটি করাকে কেন্দ্র করে নাসিমাকে বকাবকি করলে সে অভিমান করে, সুযোগ বুঝে বিষপান করে আত্মহত্যা করে। লাশ সুরতহালের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে নাসিমার বড়ভাই ওসমান গনি বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে।
Copyright © 2025 samajerchoke.com. All rights reserved.