প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৪, ১১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৪, ২০২৪, ১১:২৬ অপরাহ্ণ
টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক
বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
গ্রেফতারকৃত রোহিঙ্গা মাদক কারবারীদের বিস্তারিত পরিচয়- মোহাম্মদ নূর (২৮) (রোহিঙ্গা) পিতা-মৃত অলি আহাম্মদ, সাং-ব্লক-জি/৩১, বালুখালী ১, ক্যাম্প-০৯, মাঝি-মোহাম্মদ এমরান, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার। মোহাম্মদ ইছহাক (২০), (রোহিঙ্গা), পিতা-নাজির আহম্মেদ, সাং-মুছনী বক্কর মেম্বারের রাস্তার মাথা, ব্লক-এইচ/৮, ক্যাম্প-২৬, মাঝি-মোঃ শুক্কুর ও মোঃ জাহেদ উল্লাহ (৩৮), পিতা-মোঃ ইসলাম, সাং-দক্ষিণ ডেইলপাড়া, টেকনাফ সদর ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
র্যাব জানায়, বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ জানতে পারে, কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রাইভেটকারযোগে জাদিমুড়া এলাকা হতে হ্নীলা বাজারের দিকে আসছে। এমন নির্ভরযোগ্য তথ্যের প্রেক্ষিতে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার কক্সবাজার-টেকনাফ মহাসড়ক এর পশ্চিম পার্শ্বে নয়াপাড়া শালবাগান রাস্তার মাথায় কালুর ভাত ঘর নামক দোকানের সামনে রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করতঃ গাড়ী তল্লাশী শুরু করে। তল্লাশীর এক পর্যায়ে জাদিমুড়ার দিক হতে ছেড়ে আসা একটি সাদা বর্ণের প্রাইভেটকার তল্লাশীর নিমিত্তে থামানোর জন্য সংকেত দেয়। প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা র্যাবের আভিযানিক দলের সংকেত পেয়ে ও উপস্থিতি বুঝতে পেরে দ্রুত গাড়ী থামিয়ে দৌড়ে কৌশলে পালানোর চেষ্টাকালে র্যাব তাদের তিনজনকেই আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেখানোমতে তাদের সাথে থাকা সাদা বর্ণের প্রাইভেটকারের পিছনের সিটের পিছনের অংশে বিশেষভাবে লুকায়িত অবস্থায় সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতর হতে সর্বমোট ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ০১টি প্রাইভেটকার (যার রেজিঃ নং-চট্ট মেট্রো গ-১২-৩৬২৭ ও চেচিস নং- NZE 121-3284483), ০১টি চাবি, ৩টি এন্ড্রয়েড মোবাইল, ৬টি সীম কার্ড ও নগদ ৪,৫০০ টাকা জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.