প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৯:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৪, ২০২৪, ১০:৪৭ অপরাহ্ণ
শার্শায় ডিবি’র অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার-৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের শার্শা থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবি জানায়, বুধবার (২৪ জানুয়ারি) সাড়ে ৯টার সময় যশোরের শার্শা উপজেলার রাড়ীপুকুর গ্রামস্থ জনৈক ইউনুস এর নব নির্মিত বিল্ডিংয়ের সামনে বাগ আঁচড়া টু রাড়ীপুকুরগামী পাকা রাস্তার উপর এসআই মোঃ সোলায়মান আক্কাস, এসআই কাজী আঃ মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই এসএম ফুরকান ও সংগীয় ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ১৫০ পিস ইয়াবাসহ সেলিম, সজিব ও মাহমুদুল হাসান নামে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামি- যশোরের শার্শা থানাধীন রাড়ীপুকুর গ্রামের মোবারেক হোসেনের ছেলে মোঃ সেলিম হোসেন (৩৬), বাগ আঁচড়া (বাগুড়ী) গ্রামের শওকত আলীর ছেলে মোঃ সজীব (২৩) ও বাগ আঁচড়া গ্রামের রবিউল হোসেনের ছেলে মাহমুদুল হাসান (২৫)।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ৪৫ হাজার টাকা।
এ সংক্রান্তে এসআই মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।
Copyright © 2025 samajerchoke.com. All rights reserved.