প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৪:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৩, ২০২৪, ৬:৪০ অপরাহ্ণ
লৌহজংয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
মতিউর রহমান রিয়াদঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদের মিলনায়তনে, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উদ্যোগে, পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়, সুফল ভুগীদের ২২শে জানুয়ারি সোমবার থেকে শুরু তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দেয়া হবে।
৪০ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে খামার সম্প্রসারণ করার জন্য এ প্রশিক্ষার্থীদের ঋণের ব্যবস্থা করা হবে বলে জানান।
প্রশিক্ষণ কর্মশালার বিষয়বস্তু ছিল এলাকার দুস্থ ও দরিদ্র মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে গাভী পালন ও পরিচর্যা। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় গাভী পালন সম্পর্কে প্রশিক্ষণ দেন, বিআরডিবি মহাপরিচালক আব্দুল গাফফার খাঁন। বিআরডিবি উপ পরিচালক মো. কামরুজ্জামান ,লৌহজং ইউপিও পজিব আফিফা নাসরিন ও লৌহজং প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার প্রমুখ।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.