প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৯:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৫, ২০২৪, ৯:১৮ অপরাহ্ণ
বেনাপোলে পোর্ট থানাধীন এলাকায় ১০পিস ককটেল বোমা উদ্ধার
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন বৃত্তি আঁচড়া গ্রামে যৌথ অভিযানে ১০টি ককটেল বোমা উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা ডিবি।
পুলিশ ও ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বালুন্ডা গ্রামের জাহাঙ্গীরের বাড়ির গোয়াল ঘরের পাশে খড়ের ভেতর বোমা রাখা আছে। এমন খবরে বেনাপোল পোর্ট পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র যৌথ আভিযানিক দল সেখান অভিযান চালিয়ে ১০টি তাজা ককটেল বোমা উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত ককটেল বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার উদ্দ্যেশ্যে কে বা কারা বোমা মজুদ করেছে এর রহস্য উদঘাটনে পুলিশ তৎপর আছে।
এবিষয়ে কাউকে আটক বা মামলা হয়েছে কি-না তা জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
Copyright © 2025 samajerchoke.com. All rights reserved.