প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৫:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩, ২০২৪, ৭:০১ অপরাহ্ণ
শার্শায় স্বতন্ত্র প্রার্থীর পথসভা ও গণসংযোগ: ভোটার সাধারণ ধরলেন জড়িয়ে মাথায় হাত দিয়ে করলেন দোয়া
এস এম মারুফ, স্টাফ রিপোর্টারঃ দৃঢ় প্রত্যয়ী প্রত্যাশিত বিনয়ী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের পথসভা ও গণসংযোগে সাধারণ ভোটাররা প্রার্থীকে কাছে পেয়ে ধরলেন জড়িয়ে, মাথায় হাত দিয়ে করলেন দোয়া। সেই সাথে দৃঢ় প্রত্যয়ী, প্রত্যাশিত বিনয়ী প্রার্থী হিসেবে ইতোমধ্যেই পরিচিতি পেয়েছেন আশরাফুল আলম লিটন। তিনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনী জোর প্রচার প্রচারণা শুরু করেছেন। যশোর-১ আসনের ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন এলাকার সকল ওয়ার্ডেই নির্বাচনী কার্যালয় স্থাপন তথা গড়ে তুলেছেন তার কর্মী সমর্থকেরা। আজ বুধবার বেনাপোল পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে গণসংযোগে গণজোয়ার দেখা যায়।
গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ পাওয়ার পর পরই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন তিনি। প্রতিদিন সকাল থেকে উপজেলার প্রতিটি শহর গ্রাম প্রত্যন্ত অঞ্চলে তার প্রচার প্রচারণায় হাজার হাজার সাধারণ ভোটারদের সাথে দেখা সাক্ষাত করছেন। বহু পথসভায় বক্তব্য দেয়ার পাশাপাশি তিনি নবীন প্রবীণদের সাথে নিয়ে সরাসরি গণসংযোগ করেন। এসময় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনকে কাছে পেয়ে ভোটার সাধারণ জড়িয়ে ধরে আপন করেই শুধু নেননি, অসংখ্য ভোটার তার মাথায় হাত বুলিয়ে প্রাণখুলে দোয়া দিয়ে বলেছেন। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ে দুর্নীতিমুক্ত উন্নত শার্শা গড়ার লক্ষে তার মতো ক্লিন ইমেজের মানুষকেই জনপ্রতিনিধি হওয়া প্রয়োজন এলাকাবাসী অবশ্যই বিষয়টি বিবেচনা করবেন।
একাধিক ক্রীড়া, সামাজিক সংগঠন ও আম্ফান ঝড়সহ মহামারি করোনায় গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করে প্রশংসিত আশরাফুল আলম লিটন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভায় বক্তব্য দিতে গিয়ে বলেন, দেশের উন্নয়ন বিশ্ব দরবারে রোলমডেল হলেও শার্শা এখনও তেমন কোন উন্নয়ন রোলমডেলর তকমা লাগেনি। সকলের দোয়া ও প্রচেষ্টায় মহান সৃষ্টিকর্তা প্রত্যাশিত আসনে অধিষ্ঠিত করলে কথা দিচ্ছি, শার্শা শতভাগ উন্নয়নে কাজ করবো। স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। উন্নয়নমূলক কাজ হবে দুর্নীতিমুক্ত পরিবেশে। স্বচ্ছ্ব সুন্দর স্মার্ট শার্শা উপহার পাবেন শার্শাবাসী।
শার্শার কৃতিসন্তান আশরাফুল আলম লিটন আরও বলেন, এগিয়ে যাওয়া দেশগুলোতে দেখেছি উন্নত জীবন যাপনের জন্য জনপ্রতিনিধিদের কতোটা দায়িত্ব। কী কী করা উচিৎ। কতটা কর্তব্যপরায়ণ। সেই উপলব্ধি থেকেই জনগণের সেবার লক্ষে এলাকাবাসীর পাশে এসেছি। ভোট প্রার্থনা করছি। এলাকাবাসীর মধ্যে ট্রাক প্রতীকে ভোট দেয়ার আগ্রহ আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। আগামী ৭ জানুয়ারি ব্যালটের মাধ্যমে পুরোনোধারা পরিবর্তন করে স্বস্তির শার্শা গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ব আহ্বান।
শার্শা উপজেলার বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী প্রতীক বরাদ্দ পাওয়ার পরেই গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল থেকেই শার্শার বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে বিকাল ৪টার সময় ১৪নং ঘিবা সরঃ প্রাঃ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাহাদুরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওহাব এর সভাপতিত্বে পথসভায় জনসমুদ্রে রূপ নেয়। এ পথসভায় যশোর-১ (শার্শা) আসনের স্বতন্ত্র (ট্রাক মার্কার) প্রার্থী আশরাফুল আলম লিটন স্মার্ট শার্শা গড়ার লক্ষে ট্রাক মার্কায় ভোট চান তিনি। এ সময় তিনি বলেন, আমি এই শার্শার সন্তান হিসেবে শার্শার সকল উন্নয়নে অবদান রাখতে চাই। তাই আমি এমপি প্রার্থী হয়েছি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে আপনারা ভোট দিলে এই আসনকে আমি ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত স্মার্ট মডেল আসন উপহার দেবো, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা যোগ্যে প্রার্থী বেছে নিন।
স্বতন্ত্রপ্রার্থী আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচণে প্রশাসন সর্বদা সজাগ। সুতরাং কারো কোন ভয় ভীতিতে ভীত না হয়ে ভোট কেন্দ্রে আসুন। আপনার মনোনীত প্রার্থীকে ভোট দিন। কেউ বাধা দিলে আমাদেরকে জানান, প্রশাসনকে জানান। এবারের প্রশাসন কোন ব্যক্তির প্রশাসন নয়। প্রশাসন আছেন আপনার পাশে।
শার্শার বিভিন্ন স্থানে গণসংযোগকালে বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের গণসংযোগকালে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.