প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৫:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৩, ১২:৫৯ অপরাহ্ণ
ফরিদপুরে ইমামদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
এমএম জামান, ফরিদপুরঃ শেখ হাসিনাকে বিভিন্ন সময়ে ২২ বার হত্যা চেষ্টা করা হয়েছে। চট্টগ্রামে শেখ হাসিনার বক্তৃতাকালে সমাবেশস্থলে মর্হুমুর্হ গুলিবর্ষণ হয়েছে। তারপরে নাটোরেও গুলিবর্ষণ হয়।সর্বশেষ তাঁর উপর ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়। মহান আল্লাহর ইচ্ছায় তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। শেখ হাসিনার উপর আল্লাহর রহমত আছে, তাঁর ক্ষতি কেউ করতে পারবে না।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে মাওলানা রওশন আহম্মেদের সভাপতিত্বে পৌরসদরের অডিটোরিয়াম চত্বরে আলেম-ওলামায়েদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে,। সভায় প্রধান অতিথির বক্তব্যকালে ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান কথাগুলো বলেন।
এ সময় তিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা আলেম, ওলামা ও মসজিদের ইমামদের উদ্দেশ্যে আব্দুর রহমান বলেন, আপনার হলেন ইমাম। এই সমাজের, রাষ্ট্রের, দেশের মানুষের জন্য আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। আপনারা সত্যের অনুসন্ধান করেন। কোরআনে বর্ণিত যেই সত্য সুন্দর কল্যাণকর, সেই সত্য প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। আর তাঁরই কন্যা জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করেছেন। মসজিদ ভিত্তিক পাঠাগার, গণশিক্ষা কর্মসূচী হাতে নিয়েছেন। আমি যদি সংসদে কথা বলার সুযোগ পাই তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই অন্যান্য ভাতার মত আলেম ওলামায়েদের ভাতার ব্যবস্থা করার কথা বলবো। ইমাম-মুয়াজ্বিনরা মসজিদের খাদেম। যারা দিনের দাওয়াতের জন্য নিজেকে উৎসর্গ করেন তাদেরও সমাজে অনেক দায়িত্ব রয়েছে।
মতবিনিময় সভায় কোন্দারদিয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাও. আজিজুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, কমলেশ্বরদী কামরুল উলুম মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মাও. শহিদুল ইসলাম, মেগচামী মাদ্রাসা জামে মসজিদের খতিব মাও. জাকারিয়া, ছোলনা উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাও. মজিবুর রহমান, মাকড়াইল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মিজানুর রহমান, বোয়ালমারী মডেল মসজিদ ইসলামিক ফাউন্ডেশনের সদস্য সচিব মো. আবু আলী, ঐতিহ্যবাহী সাতৈর শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মো. মাহমুদুল হাসান, তেলজুড়ি গোরস্থান জামে মসজিদের ইমাম ও খতিব আ: মান্নান প্রমুখ।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.