প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৪, ১০:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৩, ৯:৫৯ অপরাহ্ণ
ভারতীয় পেট্টাপোল ইমিগ্রেশনে বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর মৃত্যু
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ ভারতে চিকিৎসা সেবা নিয়ে নিজ দেশে ফেরার সময় ভারতীয় ইমিগ্রেশনের ভেতর হোসেন শেখ (৬৪) নামে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর মৃত্যু হয়েছে। সে খুলনার দৌলতপুর এলাকার পীর মানিক পাড়ার মৃত জমিদার আফতাব শেখ এর ছেলে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এসময় তার সাথে ছিল শ্যালিকা রিবা।
প্রত্যক্ষদর্শী পাসপোর্ট যাত্রী ও তার সাথে থাকা নিকটাত্মীয় রিবা বলেন, ভারতীয় ইমিগ্রেশনের কার্যক্রম শেষে কয়েক কদম এগিয়ে যেতেই তিনি মাথা ঘুরে পড়ে যান। এবং সেখানেই তিনি মারা যান।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস বলেন, মৃত হোসেন শেখের নিকটাত্মীয় ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে জানতে পারি তিনি বেশ অসুস্থ ছিলেন। এবং অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ ইমিগ্রেশনের কার্যক্রম শেষে লাশ তার আত্মীয়র কাছে হস্তান্তর করা হয়।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.