বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজার উখিয়া থানাধীন পালংখালী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১,৬০,০০০ পিস ইয়াবা উদ্ধার এবং মাদক বিক্রয়ের নগদ অর্থসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয় মঞ্জুর আলম প্রকাশ মঞ্জুর মিস্ত্রি (৫০), পিতা-মৃত আবদুল জব্বার, সাং-পূর্ব ফারির বিল (বাবুল মেম্বারের বাড়ীর পাশে), ০৯নং ওয়ার্ড, পালংখালী ইউনিয়ন, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
র্যাব জানায়, আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতা ও নজরদারীর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের পূর্ব পাড়ির ভিল সর্দার বাড়ির এলাকায় মঞ্জুর আলমের বসত বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মজুদ রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৯ ডিসেম্বর ৫টা ১০ মিনিটের সময় র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। র্যাবের অভিযানিক দল উক্ত এলাকার জনৈক মঞ্জুর আলমের বসত বাড়ির সামনে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে মঞ্জুর আলম নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ এবং তার সাথে থাকা বস্তা তল্লাশী করে সর্বমোট ১,৬০,০০০ (এক লক্ষ ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক বিক্রয়ের নগদ ৩৩ হাজার ৫শ টাকা এবং ১টি এন্ড্রয়েড ও ১টি বাটন মোবাইল জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।