এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ খুলনায় রূপসা থানাধীন পূর্ব রূপসাঘাট এলাকায় র্যাবের মাদক বিরোধী অভিযানে ৫৫০০ পিস ইয়াবা জব্দসহ তিন জন কুখ্যাত মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করেছে র্যাব-৬।
আটককৃত আসামী- শেখ সিরাজুল ইসলাম @ আকাশ(১৯), পিতা-শেখ মামুন, থানা-পালং, জেলা-শরিয়তপুর, এ/পি-ময়লাপোতা,থানা-খুলনা সদর; ২। নয়ন গাজী @ ইমরান (২০), পিতা-মৃত ইবাদুল গাজী, থানা-মোরেলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি-আমতলা, থানা-খুলনা সদর; ৩। মোঃ মাহমুদ রিজভী(২৩), পিতা-মোঃ মনির হোসেন, থানা-পিরোজপুর সদর, জেলা-পিরোজপুর, এ/পি-আমতলা, থানা-খুলনা সদর, জেলা-কেএমপি, খুলনা।
বুধবার (১৩ ডিসেম্বের) বিকালে র্যাব-৬, খুলনার স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার রূপসা থানাধীন পূর্ব রূপসাঘাট এলাকায় তাছির নিউজ প্লেস, সংবাদপত্র এজেন্ট দোকানের সামনে ইটের রাস্তার উপর কতিপয় ব্যক্তিগণ বাসে করে অবৈধ মাদকদ্রব্য ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে খুলনার উদ্দেশ্য আসছে। এমন খবরে আভিযানিক দলটি উক্তস্থানে অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম @ আকাশ, নয়ন গাজী @ ইমরান, মোঃ মাহমুদ রিজভী’কে ৫,৫০০(পাঁচ হাজার পাঁচশত) পিস ইয়াবা ৪টি মোবাইল ফোন, ২টি রূপার আংটি, ১টি রুপার ব্রেসলাইট এবং নগদ ৪ হাজার ৫০ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে খুলনা জেলার রুপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।